বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৩ জেলের জেল-জরিমানা

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলেকে কারাদণ্ড ও ছয় জেলেকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় এক লাখ মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪৩ জনকে জেল-জরিমানার পাশাপাশি জব্দ করা প্রায় এক লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।