পটুয়াখালীতে অপহরণের চারদিন পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

শেয়ার করুনঃ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকা থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় ঘটনাস্থল থেকে একজন অপহরণকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে অপহরণকারীকে গ্রেফতার করে র‌্যাব-৮।

আটক অপহরণকারী সাইদুল ইসলাম (২১) বাউফল উপজেলার ২নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের আব্দুল মোতালেব প্যাদার ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দুপুর ১২ টার সময় পটুয়াখালী হেতালিয়া বাধঘাট থেকে শিক্ষকের নিকট প্রাইভেট পড়া শেষে বাড়ি যাবার পথে তাহার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটি বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের মা পটুয়াখালী সদর থানায় পরের দিন একটি নিখোঁজের সাধারণ ডাইরি করেন (পটুয়াখালীর সদর থানার জিডি নং-৪৩০ তাং- ০৯/০১/২০২১ইং) । পরে মেয়েটির পরিবার র‌্যাবের সহযোগিতা কামনা করেন।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহরণকারীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং কিশোরীকে উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত কিশোরী ও আটককৃত আসামিকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে কিশোরীর মা বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।