ভোলায় পরীক্ষা দিতে না পেরে জেলা প্রশাসকের বাসভবনে পরীক্ষার্থীদের অবস্থান

শেয়ার করুনঃ

ভোলা প্রতিনিধি :: ভোলায় আদালতের নিষেধাজ্ঞার কারণে জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন পরীক্ষার্থীরা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এসে পরীক্ষার্থীদের আদালতের বিষয়টি বুঝিয়ে বলে আশ্বস্ত করলে পরীক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।

জানা গেছে, ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি ২৮/২০২১ নম্বর মামলার আদেশের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে বিনা বেতনে উমেদার হিসেবে দায়িত্বরত কর্মচারীদের মামলার কারণে নিয়োগ পরীক্ষার উপর আদালত অস্থায়ী নিষেধজ্ঞার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

মো. জিয়াউর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিন যাবত বিনা নিয়োগে দায়িত্বরত ১০ জন চতুর্থ শ্রেণির উমেদার কর্মচারী মামলা দায়ের করেন। অগ্রাধিকার ভিত্তিতে বিনা নিয়োগে দায়িত্বরত কর্মচারীদেরকে নিয়োগ প্রদান না করে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। এতে ১৫টি পদের বিপরীতে প্রায় তিন হাজার প্রার্থী আবেদন করেন।

তিনি আরও জানানা, নিয়োগ পরীক্ষার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ১৯ জানুয়ারি ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় শুনানি শেষে বৃহস্পতিবার ভোলা সদর সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নাসিম মাহমুদ ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক নিয়োগ বিষয়ে স্থিতাবস্থা (স্টাসকো) বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, মামলাজনিত কারণে শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে।