অবশেষে দ্বায়িত্বভার বুঝে নিচ্ছে বরিশাল প্রেসক্লাবের নতুন কমিটি

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের উপর মামলা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। গেল ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল স্থগিত রাখার হাইকোর্টের যে রায় তা খারিজ করে দিয়ে নতুন কমিটির নিকট ক্ষমতাভার দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।

গতকাল ২৬ জানুয়ারী সুপ্রীম কোর্টের আপীল বিভাগে চেম্বার জজ আদালতের বিচারক মো নুরুজ্জামান এ রায় দেন। ফলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের দ্বায়িত্ব গ্রহনে আর কোন বাধা থাকলো না। এর আগে গত ৭/১/২০২১ তারিখে বরিশাল প্রেসক্লাবের সদস্য আরিফিন তুষার নির্বাচনী ফলাফল স্থগিত রাখার জন্য হাইকোর্টে একটি সিভিল রিভিশন মামলা করে যার নং ১৫/২০২১। রায়ে হাইকোর্ট আগামী তিন মাসের জন্য নির্বাচনী ফলাফল স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।

বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি মানবেন্দ্র বটব্যাল জানান, সকালে নির্বাচিত সভাপতি মু.ইসমাইল হোসেন নেগাবান তাকে সুপ্রীম কোর্টর আদেশ সংক্রান্ত আইনজীবী সার্টিফিকেট দেখিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পালাবদল অনুষ্ঠানের কথা জানান তিনি।