উজিরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

রায়ে একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আইউব খন্দকার উজিরপুর উপজেলার আফতাব খন্দকারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, বাক প্রতিবন্ধী নারীর বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন প্রতিবেশী আইউব।

২০১৫ সালের ২৮ জানুয়ারি বিকেলে ঘরে একা পেয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন আইউব।

বাড়ি ফিরে সেই দৃশ্য দেখতে পান তার ছেলে শ্যামল মন্ডল। এ সময় আইউবকে আটকানোর চেষ্টা করলে, তিনি দৌড়ে পালিয়ে যান।

পর দিন উজিরপুর থানায় মামলা করেন ছেলে শ্যামল মন্ডল।

ওই বছরের ২৯ সেপ্টেম্বর আইউবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আটজনের সাক্ষ্য নিয়ে এ রায়ের পর আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।