বাবা-ছেলের জালে ৩ মণ ওজনের বাঘাইড়, সোয়া লাখ টাকায় বিক্রি

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক :: জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাহাদুরাবাদ সরদার পাড়ার জেলে মো. বাদশা ও তার ছেলে ময়নুল হক চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যায় মাছটি জালে আটকালে প্রথমে ভয় পান বাবা-ছেলে। পরে তাদের চিৎকারে অন্যান্যরা ছুটে আসলে জালসহ মাছটি পানি থেকে টেনে তোলেন তারা।

মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী শহিদুর রহমানের কাছে ১১০০ টাকা কেজি দরে এক লাখ ৩২ হাজার টাকায় বিক্রি করেন মো. বাদশা মিয়া।

মাছ ব্যবসায়ী শহিদুর রহমান জানান, ১১০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নিয়েছেন। এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়েছে। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫০০ টাকা কেজি হলে মাছটি ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করবেন জানান এই মাছ ব্যবসায়ী।