রাজাপুরে নির্বাচন অফিসে তালা মেরে কুয়াকাটা ভ্রমণে কর্মকর্তা-কর্মচারীরা!

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে তালা মেরে কর্মকর্তা মো. আবু ইউসুফ অধীনস্থদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থান থেকে সেবা নিতে সাধারণ মানুষ। এতে করে ক্ষোভে ফুসছেন তারা।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সার্ভার স্টেশন অফিস ভবনের সামনে গিয়ে দেখা যায় দূরদূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের ভিড়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সিসহ জেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা অনেকেই বৃহস্পতিবার অফিসে অনুপস্থিত থেকে কুয়াকাটা ভ্রমণে রয়েছেন।

সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, বুধবার তারা অনেক দূর থেকে এসে সেবা না পেয়ে চলে যান। বৃহস্পতিবার পুনরায় এসে তালাবদ্ধ অফিস ভবন দেখতে পেয়ে তারা হতাশ হন। পরে তারা জানতে পারেন অফিসের সবাই ভবনে তালা মেরে কুয়াকাটা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ জানান, সব স্টাফ বরিশাল মিটিংয়ে থাকায় অফিস বন্ধ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন বলেন, ‘মিটিং থাকতেই পারে তবে কেউ না কেউ অফিস খোলা রাখার কথা।’

তবে জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সির বলেন, ‘রাজাপুরের কর্মকর্তাসহ আমরা সবাই একসঙ্গে রয়েছি।’

কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশালে ট্রেনিংয়ে আছি।’