হিজলায় অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ২১ জেলের কারাদণ্ড

শেয়ার করুনঃ

মোঃ রহমাতুল্লাহ (পলাশ):: বরিশালের হিজলা উপজেলা কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম ও হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অভিযানে মাছ ধরার অপরাধে অবৈধ কারেন্ট জালসহ ২১ জনকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার (৮ মার্চ) ১১ টার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম জানান, অভয়আশ্রমে মাছ ধরার অভিযোগে বরিশালের হিজলা থানাধীন বিভিন্ন স্থানে বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালায়। এ সময় বরিশালের হিজলা থানার বহেসপট্রি ও চরকেল্লা ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধ অনুমানিক ১৫ হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ২১ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।এবং হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল হালিম এর উপস্থিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।