বরিশালে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

শামীম আহমেদ :: মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও ডিবি পথে পথে বিএনপি জোটবন্ধ বিক্ষোভ মিছিলে বাধা প্রদান সহ নেতা কর্মীদের আসার পথে বাধা ও ব্যাড়িকেড সৃষ্টি করে আটকে দেয়ার মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নৃশংস হত্যা কান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৩০) মার্চ সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল উত্তর জেলা বিএনপি।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয় স- সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান, হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আঃ গফফার তালুকদার, আগৈলঝাড়া বিএনপি সভাপতি সাহাবুদ্দিন লাল্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, গৌরনদী উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন মিয়া, পৌর সভাপতি মনিরুজ্জামান মনির, হিজলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড, নুরুল আলম রাজু,উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজন ও সুজন আহমেদ প্রমুখ।

এর পূর্বে উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ নগরীর কালিবাড়ি উত্তর জেলা বিএনপি অস্থায়ী কার্যলয় থেকে মিছিল নিয়ে ঘোষিত সমাবেশস্থল টাউন হল চত্বরে আসার পথে সদররোডের মুখে নেতা কর্মীদের মিছিল বাধা দিয়ে একজন একজন করে টাউন হলের দিকে যাওয়ার নির্দেশ দেন পুলিশ।

পরবর্তীতে সমাবেশ শেষে পুনরায় মিছিল বেড় করার চেষ্ঠা করা হলেও সেখানেও পুলিশ বাধা দিয়ে পন্ড করে দেয়।

অপর দিকে সকাল সাড়ে ১১ টায় একই দাবীতে অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ম জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন, কোতয়ালী বিএনপি সহ-সভাপতি আলহাজ নুরুল আমিন, দপ্তর সম্পাদক আলহাজ মন্টু খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, হিদুল হক খান, রিয়াজ মৃধা, নিজাম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড, শহিদ হোসেন, নাসির হাওলাদার সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।