চুরির বিপুল অর্থ দেখে হার্ট অ্যাটাক করলো চোর!

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক :: চুরি করতে গিয়ে চোরের লক্ষ্য থাকে বেশি বেশি জিনিস হাতিয়ে নেয়ার। আর নগদ অর্থ পেলে তো কথাই নেই। কিন্তু সম্প্রতি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে উত্তরপ্রদেশ। ওই রাজ্যেই এক চুরির ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় অবস্থা।

চোর এসেছিল চুরি করতে। কিন্তু এতটাও সে আশা করেনি। চুরি করার পর থলিতে বিপুল পরিমাণ অর্থ দেখে রীতিমতো নিজেই অজ্ঞান হওয়ার উপক্রম হয়। আনন্দ আর বিস্ময়ে কী করবে ভেবে না পেয়ে কিছু সময়ের মধ্যেই হার্ট অ্যাটাক হয় চোরের।

গত মাসের ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কোতওয়ালি দেহাত এলাকার এক পাবলিক সার্ভিস সেন্টারে ওই চুরির ঘটনা ঘটে।

এই ঘটনার তদন্তে নামে বিজনৌর থানার পুলিশ। সম্প্রতি দুই চোরের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর ওই চোরের মুখ থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

চুরির পরেরদিনই থানায় অভিযোগ দায়ের করেন ওই পাবলিক সার্ভিস সেন্টারের মালিক নবাব হায়দার। তিনি জানান, সেন্টার থেকে সাত লাখেরও বেশি টাকা চুরি হয়ে গেছে। এরপরই ঘটনার তদন্ত শুরু হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়। শেষমেশ বুধবার এই চুরির ঘটনার রহস্য ভেদ করে পুলিশ।

নাগিনা থানা এলাকার আলিপুর থেকে নৌসাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপরই প্রকাশ্যে আসে এই অদ্ভুত ও মজাদার তথ্য।-আজকাল।