বরগুনায় স্ত্রী নির্যাতনের দায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীঘরে

শেয়ার করুনঃ

বরগুনা প্রতিনিধি :: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে বরগুনায় জাকির নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাকির তার স্ত্রীকে গত ৬ মার্চ রাত নয়টার দিকে বরগুনা ব্যাংক কলোনি ভাড়া বাসায় তিন লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করেন। তার স্ত্রী চিকিৎসা শেষে বরগুনা থানায় অভিযোগ দিলে বরগুনা থানা পুলিশ জাকিরকে আটক করে।

এ বিষয়ে জাকিরের স্ত্রী বলেন, ‘আমি বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে প্রায়ই নির্যাতন করে আসছে। গত ৬ মার্চ আমার স্বামী একটি মোটরসাইকেল কেনার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে। আমি যৌতুক দিতে অস্বীকার করলে নির্মমভাবে নির্যাতন করে আমাকে বাসায় আটকে রাখে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।’

অভিযুক্ত জাকির বরগুনা সদর উপজেলার পশ্চিম গুদিঘাটা গ্রামের রুস্তম আলীর ছেলে।

বরগুনা থানা পুলিশের কর্মকর্তারা জানান, থানায় দেয়া অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে জাকিরকে আটক করা হয়েছে।