স্পিডবোট দুর্ঘটনা : ঘাটের ইজারাদারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক :: মাদারীপুরের শিবচরে বাল্কহেডে ধাক্কা দিয়ে স্পিডবোটের ২৬ যাত্রীর প্রাণহানির ঘটনায় শিমুলিয়া ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।

শিবচর থানায় সোমবার গভীর রাতে মামলাটি করেন নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন।

এদিকে সোমবার রাতেই ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৬ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।