ভারত সফরে যে কারণে ছন্নছাড়া বাংলাদেশ

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক :: ভারত সফরে টেস্ট সিরিজে বাংলাদেশের প্রতীকী চিত্র এটিই। ছবি: এএফপিভারত সফরে টেস্ট সিরিজে বাংলাদেশের প্রতীকী চিত্র এটিই। ছবি: এএফপি
টি-টোয়েন্টিতে জয় দিয়ে ভারত সফর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে সবকিছুই এলোমেলো। টেস্ট সিরিজে তো রীতিমতো ছন্নছাড়া, এলোমেলো দল। কেন এমন হলো, উত্তর খোঁজার চেষ্টা করেছেন রানা আব্বাস।

ইডেন গার্ডেনে কলকাতা টেস্টের তিন দিনে বাংলাদেশ খেলোয়াড়দের দেখে শুধু একটা গানই মনে পড়েছে, ‘চারিদিকে উৎসব, পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়…।’ নিয়ন আলোর জায়গায় হবে ‘গোলাপি আলো’!

গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ঘিরে কলকাতাজুড়ে উৎসব-উৎসব আবহ। এ উৎসব কিছুতেই বাংলাদেশের জন্য নয়, তা শুধুই ভারতের। অথচ বাংলাদেশ দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছিল বলেই তো এত আয়োজন! মাঠের পারফরম্যান্স এত বাজে—এ সব আয়োজন বিশেষ কোনো তাৎপর্য বয়ে আনছে না মুশফিকদের কাছে। কলকাতা টেস্টে তিক্ত, বাজে যাত্রার সমাপ্তি মাত্র। এটির শুরু সেই ইন্দোরে। টি-টোয়েন্টি সিরিজটা ভালো খেলার পর টেস্টে রীতিমতো কঙ্কালসার বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এ সফরের আগেই বাংলাদেশ দলকে খেতে হয়েছে বড় ধাক্কা। খেলোয়াড়দের ধর্মঘটের পর সবচেয়ে বড় ধাক্কা হয়ে এল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকবেন বলে সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল। গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে ছাড়াই প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে এসে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জয় এসেছিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই। ২০ ওভারের ম্যাচে লড়াই করতে পারলেও টেস্টে এসে বাংলাদেশ হয়ে গেল ছন্নছাড়া।

বিদেশে একটা টেস্ট সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ, অথচ কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রাখা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে সূচি দিয়েছে, সেটিতেই রাজি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট মর্যাদা পাওয়ার ১৯ বছর পর ভারতে পূর্ণাঙ্গ সফরের সুযোগ পেয়েছে বাংলাদেশ, মনে হয়েছে এটিকেই অনেক বড় প্রাপ্তি মেনেছে বিসিবি। ম্যাচের বাইরে আলাদা কোনো প্রস্তুতি ম্যাচের প্রসঙ্গটা তাই হারিয়ে গেছে আড়ালে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে অনভিজ্ঞ, তারুণ্যনির্ভর এক বাংলাদেশকে খেলতে হয়েছে কোনো প্রস্তুতি ছাড়াই।