বস্তার নিচে ফেনসিডিল ওপরে আলু!

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক :: দিনাজপুরে আলুর বস্তায় করে ফেনসিডিল পাচারের অভিযোগে সায়েদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) রাতে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের পূর্বপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সায়েদ আলী বিরামপুর উপজেলার ভবানিপুর মুন্সিপাড়া মোকছেদ আলীর ছেলে।

বিরামপুর থানার উপপরিদর্শক (এস আই) হরিদাস বর্মণ সাংবাদিকদের বলেন, ‘সায়েদ আলী আলুর বস্তায় বিশেষভাবে লুকিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য শহরের পূর্বপাড়া অবসর মোড়ে একটি দোকানের সামনে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার আলু ভর্তি বস্তায় তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আলুর বস্তার নিচের অংশে ফেনসিডিল আর ওপরের অংশে ছিল আলু।’

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘আলুর বস্তায় ফেনসিডিল পাচারের অভিযোগে সায়েদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।’