হিজলায় ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ: পুলিশসহ আহত ১০

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলা উপজেলার মেমনিয়া ইউনিয়নের খাগেরচর কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছেন। এতে এক পুলিশসহ উভয়গ্রুপের অন্তত ১০ কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েছে।

আজ সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকের এই ঘটনার পরে খাগেরচর ২ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় প্রশাসন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা এসআই সেলিম জানান, নৌকা প্রার্থী ডাক্তার অলি উদ্দিন এবং স্বতন্ত্র মাস্টার নাছির উদ্দিনের ঘোড়া) কর্মীরা আকস্মিক ভোট কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েছে। এতে উভয়গ্রুপের ১০ কর্মীসহ এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসআই জানান, এই ঘটনার পরে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ রাখা হলেও পরবর্তীতে স্বাভাবিক হয়েছে। কেন্দ্রটি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’