বরিশাল বিএম কলেজের ভর্তি ফি দোকানে জমা দেওয়ার নোটিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শেয়ার করুনঃ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কলেজ অধ্যক্ষের একটি নোটিশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে তিনটি দোকানে গিয়ে জমার দেওয়ার জন্য বলা হয়। এই নোটিশ জারি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঞ্জুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আগামী রোববার থেকে ভর্তি ফি নেওয়া শুরু হবে। শিওর ক্যাশের মাধ্যমে আমরা যেখানে খুশি সেখান থেকে ফি দেব। সেখানে কলেজ কর্তৃপক্ষ নোটিশে তিনটি দোকানের নাম উল্লেখ করে ফি জমা দেওয়ার নির্দেশ দেয়। যেটা পুরোপুরি অযৌক্তিক।’

এসব বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘এরই মধ্যে ওই নোটিশ বাতিল করা হয়েছে। এজেন্টরা ওই দোকান দুটি সিলেক্ট করেছে। এখন শিক্ষার্থীরা যেখানে খুশি সেখান থেকে ফি জমা করতে পারবে।’