দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

স্টাফ রিপোর্টার ::- দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার উদ্বোধনী ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেছেন পত্রিকাটি ধীরে ধীরে এগিয়ে যাবে। এরসাথে যুক্ত আছেন যারা তারা সবাই সাংবাদিক। তবে পাঠকদের আশা থাকবে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করা। তিনি বলেন, করোনা পরিস্থিতির পর সংবাদপত্রে এর প্রভাব পরে। পাঠকসংখ্যা কমে যেতে থাকে। তবে এখন আবার পাঠক পত্রিকার লেখার প্রতি দৃষ্টি দিতে শুরু করছে। তিনি আশাবাত ব্যক্ত করেন এই পত্রিকাটি লিখনির মাধ্যমে এগিয়ে যাবে। পরে তিনিই পত্রিকাটির উদ্বোধণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, দক্ষিণবঙ্গ পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটায় বরিশালে আমাদের একজন সঙ্গী বাড়লো। সত্যঘটনা তুলে ধরতে পিছপা হবে না। আমরা পত্রিকাটির পাশে থাকবো আন্তরিকতার সহিত।

আজ সোমবার (২৩ মে) সকাল ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে বিশিষ্ট সাংবাদিক পত্রিকার প্রধান সম্পাদক মুরাদ আহমেদের সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল হালিম মামুন, প্রবীন সাংবাদিক এমএম আমজাদ হোসাইন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোপাল সরকার প্রমূখ।

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল-মামুন, মাহমুদ হোসেন চৌধুরী, শাহিনা আজমিন, লতিফুর রহমান জাকির, এম মোফাজ্জেল, রাইসুল ইসলাম অভি, কেএম নয়ন, বিশিষ্ট সমাজসেবক অর্পনা খাঁসহ অর্ধশতাধিক সাংবাদিক ও শুভাকাঙ্খিরা।