অনির্দিষ্টকালের জন্য বরিশালের মহাসড়ক অবরোধের হুমকি শিক্ষার্থীদের

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক ::: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বরিশালের শিক্ষার্থীরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে বলে হুমকি দেন।

রোববার (১৪ জুলাই) পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টা থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। এসময় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সিটি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বান্দ রোডস্থ জেলা প্রশাসক কার্যালয়ে আসা শুরু করেন।

তারা নগরীর সদর রোড, কাকলির মোড়, জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এসব এলাকায়। পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

সরকারি বিএম কলেজের বৈষম্যমূলক কোটাবিরোধী সমন্বয় কমিটির সদস্য হুজাইফা রহমান বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে সরকার শাহবাগ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে। এহেন ঘৃণ্য এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজের তীব্র নিন্দা জানাই আমরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক কোটাবিরোধী সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন মিস্টু জানান, বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক প্লাটফর্মে আসা শুরু করেছে। অনতিবিলম্বে সরকারের নির্বাহী আদেশে সব গ্রেডের নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধাসহ বৈষম্যমূলক সব কোটা বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য সব মহাসড়ক অবরোধ করা হবে।