বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

শেয়ার করুনঃ

স্ত্রীর যৌতুক মামলায় স্বামী হেলাল খানকে ১৩ মাসের বিনাশ্রম কারাদ- ২ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ ওই রায় ঘোষণা করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, উজিরপুরের নরসিংহ গ্রামের লাভলী বেগমের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয় হেলাল খানের। ২ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর কাছে। যৌতুক দিতে না পারায় স্ত্রীকে মারপিট করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এ ব্যাপারে স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে মামলা করলে বিচারক ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।