গত ১০ বছরে বরিশালে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন : খোকন সেরনিয়াবাত

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক ::: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

রোববার (৪ জুন) বেলা ১২ টার দিকে তিনি নগরীর বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, নৌকা মার্কার নির্বাচনী দপ্তর সেলের প্রধান এ্যাডভোকেট লস্কর নুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য জহিরুল ইসলাম শাহিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ভোটারদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

তিনি ভোটারদের বলেন- বরিশাল নগরী এক সময়ে উন্নয়নের উদাহরণ ছিলো। ছিলো ঐতিহ্যের প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত। গত ১০ বছরে এখানে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। অথচ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তাই আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনা আমাকে বরিশালের উন্নয়ন করার দায়িত্ব দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী ১২ জুন নৌকায় ভোট দিয়ে সেই কাংখিত উন্নয়ন করার সুযোগ চেয়েছেন মেয়র প্রার্থী খোকন।