জেনিন শহরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক ::: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর বলে জানা গেছে। এদিকে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় আহত হয়েছেন আরও ৪৫ জন ফিলিস্তিনি। সোমবার (১৯ জুন) এসব ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন কাসাম ফয়সাল আবু সিরিয়া (২৯), খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গ্রেফতার অভিযান চালাতে যায় ইসরায়েলি সেনাবাহিনী। সেসময় উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গণমাধ্যমকর্মী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন থেকে সংবাদ প্রচারের সময় আল-গাদ টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন হাজেম নাসের ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন।

সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী হাজেম নাসেরকে ঘিরে রেখেছিল। সেসময় তিনি একটি অ্যাম্বুলেন্সের পিছনে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু একপর্যায়ে ইসরায়েলি স্নাইপাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবশ্য জেনিন শহরের এ ঘটনা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা