ঝালকাঠিতে নাতির শোকে খালে ঝাঁপ দেয়া দাদির মরদেহ উদ্ধার

শেয়ার করুনঃ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পানিতে ডুবে নাতির মৃত্যু শোকে খালে ঝাঁপ দেয়া দাদির মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মালিয়ার হাট এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনরা। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পরিতোষ মিস্ত্রীর স্ত্রী।

তার স্বামী পরিতোষ মিস্ত্রী জানান, গত শুক্রবার (১৬ জুন) দুপুরে বাড়ির সামনের সাতানী ভাড়ানী খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ১১ বছরের নাতি দেবরাজ মিস্ত্রী (১১)। নাতিকে হারিয়ে শোকে মানসিকভাবে ভেঙে পড়েন দাদী পুষ্প রানী। শোক সইতে না পেরে সোমবার (১৯ জুন) রাতে একই খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি হৃদয় বিদারক। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।