নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বরগুনার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. হাসিব রায়হান মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের সায়মম মোস্তফা ইমন।
কমিটির বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ২০১৮-১৯ সেশনের ফরহাদ হোসেন, একই সেশনের সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম মান্নান, তাজুল ইসলাম, সাখাওয়াত জামিল, আলী হোসেন, মিজানুর রহমান কাব্য।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাজভীর রহমান তাকবীর (২০২৮-১৯), এবং ২০১৯-২০ সেশনের আহমেদ মেহেদী, রাকিবুল হাসান রাব্বি, আসিফুর রহমান আসিফ।
সাংগঠনিক সম্পাদক পদে ২০১৯-২০ সেশনের মো. রায়হান, মো. জাহিদুল ইসলাম, মো. হৃদয় ও ঝুমা ইসলাম। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- ২০১৯-২০ সেশনের কোষাধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক হাসিবুল হাসান শোভন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন খান, তথ্য বিষয়ক সম্পাদক মুহতাসিম জাহিদ।
সভাপতি মো. হাসিব রায়হান মুন্না বলেন, দায়িত্বপ্রাপ্ত সকলকে নিয়ে সংগঠনকে গতিশীল করার জন্য বদ্ধপরিকর থাকবো সব সময়। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বরগুনার সকল শিক্ষার্থীর সামগ্রিক বিষয়ে অতীন্দ্রিয়ভাবে থাকবো।
জানা যায়, বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা নতুন কমিটি নিয়মিত মাসিক সভা, প্রোগ্রামের মাধ্যমে তাদের মধ্যকার সম্প্রীতি আরো জোরদার করবে এবং সংগঠনের গতিশীলতা বজায় রাখবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. আবু জাফর মিয়ার তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজালাল ইয়ামিনের হাত ধরে গৌরবের সাথে এগিয়ে আসা বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, ববিস্থ বরগুনা জেলার সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।