নিজস্ব প্রতিবেদক ::: ‘আমার বাজার’ (উদ্যোক্তার মেলবন্ধন) ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সংসদ ভবন এলাকায় ২শতাধিক শীতার্থ নারী-শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রাবনী আক্তার, সহ-সভাপতি রাখি জ্যাকলিন, কোষাধ্যক্ষ অ্যাঞ্জেলিনা রড্রিক, দপ্তর সম্পাদক লুসি ঝুমুর, কার্যনির্বাহী সদস্য অ্যানি রড্রিক ও ফাহমিদা আক্তার প্রমুখ।
আমার বাজার (উদ্যোক্তার মেলবন্ধন)’ফাউন্ডেশনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম (জয়) বলেন, “ আমার বাজার (উদ্যোক্তার মেলবন্ধন)’’ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এর চেয়ে আরও বড় আয়োজন করা হবে বলে আমার প্রত্যাশা।