করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল জার্মানি

শেয়ার করুনঃ

করোনার প্রথম ধাপ সফলতার সঙ্গে সামাল দিলেও এবার মহামারির দ্বিতীয় ঢেউয়ে জার্মানির অবস্থা অনেকটাই বেসামাল। দেশটিতে রেকর্ড সংখ্যক সংক্রমণের মধ্যে খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান নিজেই করোনা আক্রান্ত হয়েছেন।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) জার্মানিতে ১২ হাজার ৫১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

জার্মানির সংক্রামক রোগবিষয়ক সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান লোথার উইয়েলার বলেছেন, সামগ্রিক পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে উঠেছে। তবে তার পরও ভাইরাস সংক্রমণের গতি কমিয়ে আনার সুযোগ এখনও আছে বলে জানিয়েছেন তিনি।

সরকারের সহায়তায় প্রধম ধাপ পার করলেও দ্বিতীয় ধাপে এসে চিন্তিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করার আহ্বান জানিয়েছেন রাইন ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের স্বত্বাধিকারী মিজানুর রহমান।

এদিকে জার্মানিতে এখন পর্যন্ত প্রায় চার লাখ ১৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ লাখ ১০ হাজার ২০০ শত আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার ৭০ জন।