বরিশালে ছাত্রলীগ সভাপতি জসিমের পরিচয়ে টপ টেন শোরুমে লুট, আটক ৫

শেয়ার করুনঃ

নিজস্ক প্রতিবেদক :: বরিশাল নগরীর বিবিরপুর পাড় টপ টেন শোরুমে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের পরিচয়ে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর সময় ৫ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে- রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নগরীর বিবিরপুর পাড় টপ টেন শোরুমের কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত সময় পাড় করছিলেন। অচমকা ৫০- ৬০ জনের একটি দল শোরুমে প্রবেশ করে বিভিন্ন রুমে ঢুকে জামা কাপর দেখতে চায় এবং বলে যা কিছু নেবো সব কিছুর দাম মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন ভাই দিবে। এসময় তারা শোরুমের মধ্যে হট্রগোল শুরু করে জামা-কাপড়, জুতা, ঘড়িসহ যে যার মতো করে হাতে নিয়ে দৌড় দেয়। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারীকে মারধর করা হয়। এরপর শোরুম কর্তৃপক্ষ ৯৯৯ এ কল করলে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে হাতেনাতে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশে সোপর্দ করেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

তাৎক্ষনিক আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে আটককৃতরা উপস্থিত সংবাদকর্মীদের জানান, আমরা এই লুটপাটের ঘটনার সাথে নয়। কারা এমন করেছে তাও জানিনা। আমরা কেনাকাটার জন্য এখানে এসেছিলাম। উল্টো আমাদের মারধর নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে শোরুমের লোকজন। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাই।’

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বরিশাল ক্রাইম নিউজকে বলেন, কে বা কারা এ কাজ করেছে আমি জানি না।’

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মেহেদী বরিশাল ক্রাইম নিউজকে বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।’