বরগুনায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় ২৪ ঘণ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরগুনাতে দায়িত্বে থাকা ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৫১৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ২১৪ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৪০২ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ১২ জন এবং পাথরঘাটায় ৪, আমতলী ৩, এবং বেতাগীতে ১ জন করে রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”