এবার ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক ::: এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের সুদূরপশ্চিম প্রদেশের বাজুরা শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী ও গবেষণা প্রতিষ্ঠান জানায়, বুধবার বেলা ১টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল ওই অঞ্চলের বিছায়া নামক এলাকায়।

এর আগে সর্বশেষ চলতি বছরের ২৪ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের বাজুরা শহরটি। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের কেন্দ্র ছিল মেলা শহরে। ওই ভূমিকম্পে একজন প্রাণ হারায়।

এদিকে, চীন-তাজিকিস্তান সীমান্ত এলাকাতেও শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৭ মিনিট) সৃষ্ট ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে।

চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। এতে বলা হয়, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলে। ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভয়াবহ ওই ভূমিকম্পের পর এসব শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। কয়েক হাজার ভবন ধসে পড়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বহু মানুষের।

সূত্র: কাঠমান্ডু পোস্ট