না ফেরার দেশে কিংবদন্তি ধারাভাষ্যকার মটসন

শেয়ার করুনঃ

অনলাইন ডেস্ক ::: থেমে গেলো ফুটবলের কণ্ঠস্বর। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি ধারাভাষ্যকার জন মটসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার মটসনের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জন মটসন ওবিই তার ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছেন।’

পেশাদার ক্যারিয়ারে ‘মটি’ নামে পরিচিত ছিলেন মটসন। ব্রিটেনের জাতীয় ব্রডকাস্টারে ১৯৬৮ থেকে ২০১৮ পর্যন্ত ধারাভাষ্য দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, প্রয়াত মটসন ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২৯টি এফএ কাপের ফাইনাল কভার করেছেন। টিভিতে আড়াই হাজারের মতো ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তিনি।

স্পোর্টস ব্রডকাস্টিংয়ে অনন্য অবদানের জন্য ২০০১ সালে সম্মানসূচক ওবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) লাভ করেন মটসন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্স উইলিয়াম, দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ বড় ব্যক্তিত্বরা।