বরিশালে জমির বিরোধে ৩ ভাইকে পিটিয়ে জখম

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৩ ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দা চরকুশরিয়া গ্রামের সুলতানের দোকানসংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিজানুর রহমান হাওলাদারের ছেলে নোমান হাওলাদার (৩০), হাবিবুর রহমান হাওলাদার(২৬) এবং সাইফুর রহমান হাওলাদার (৩৮)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হামলায় আহতদের পিতা মিজানুর রহমান হাওলাদার জানান, প্রতিপক্ষ মৃত কাদের কারিকরের ছেলে নাসির কারিকর, নাগর কারিকর ও তার ছেলে রাজিব কারিকর মৃত বাকের কারিকরের ছেলে মাইদুল কারিকর, নুর মোহাম্মদ বেপারীর ছেলে বাবুল বেপারীসহ কয়েক মিলে আমার জমির সয়াবিন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমার ছেলে নোমান বাধা দিলে তাকে মারপিট করে। এ বিষয়টি শুনে আমার অপর ২ ছেলে আসলে তাদেরকেও এলাপাতাড়ি মারপিট করে।

হামলার ঘটনায় সরোজমিনে গেলে হামলাকারীর কাউকে খুঁজে পাওয়া যায়নি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, ৩ ভাইকে মারপিটের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’