পটুয়াখালীতে শ্বশুর-শাশুড়িকে ছুরিকাঘাত, জামাইকে আটকে পুলিশে দিল প্রতিবেশীরা

শেয়ার করুনঃ

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শ্বশুর ও শাশুড়িকে ছুরিকাঘাত করার অভিযোগে জামাই হৃদয় হোসেন রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, সাত মাস আগে হৃদয় হোসেন রাজু উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মো: শহিদুল হাওলাদার ও সুখী বেগমের অপ্রাপ্তবয়স্ক মেয়ে মিমজাকে তুলে নিয়ে বিয়ে করেন। দু’মাস সংসার করে মিমজা জানতে পারেন যে তার স্বামী রাজু একজন মাদকসেবী। এরপর মিমজা বাবার বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজু ওই বাড়িতে প্রবেশ করে তার শ্বশুর ও শাশুড়িকে গালিগালাজ করেন এবং মিমজাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় তার শ্বশুর-শাশুড়ি তাকে বাধা দেয়ার চেষ্টা করলে রাজু তার পকেট থেকে ছুরি বের করে আঘাত করেন এবং মিমজার ফুফু লিমা বেগমকে শ্লীলতাহানি করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গুরুতর আহত শহিদুল হাওলাদার ও সুখী বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম মজুমদার জানান, শ্বশুর ও শাশুড়িকে ছুরিকাঘাত করার অভিযোগে হৃদয় হোসেন রাজুকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।