ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকছেদ আলী খন্দকার বলেন, ‘বিদ্যালয়ের মাঠের পাশে তাল, চাম্বুল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ ছিল। শিক্ষার্থীরা গাছের ছায়ায় খেলাধুলা করত। কিন্তু রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘কেটে ফেলা গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’