শামীম আহমেদ ::: বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে বখাটেদের দ্বারা জোরপূর্বক গণধর্ষণের শিকার হয়েছে এক প্রবাসীর স্ত্রী (১৮)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজার সংলগ্ন এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হোসেন হাওলাদার জানান, সরিকল বাজার সংলগ্ন পলাশ মীরের বাড়িতে বসে কতিপয় বখাটে একটি মেয়েকে ধর্ষণ করার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় নির্যাতিতা এবং ঘটনার সাথে জড়িত পলাশ মীর, শিশির, সালমান ও রেজাউল নামের চার বখাটেকে আটক করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্যাতিতার বরাত দিয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, উপজেলার চন্দ্রহার এলাকা থেকে প্রবাসীর স্ত্রী ওই গৃহবধু সরিকল গ্রামের তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিলো। আটককৃতরা কৌশলে তাকে ওই বাড়িতে নিয়ে গণধর্ষন করে। এ ঘটনায় আটককৃতদের গৌরনদী মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি মামলা দায়েরের প্রস্ততি চলছে।