বরিশালে আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকাণ্ড, নথিপত্র পুড়ে ছাই

শেয়ার করুনঃ

শামীম আহমেদ :: বরিশাল নগরীর ভাটারখাল এলাকার আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় রেঞ্জ-১ অফিসের কয়েকটি কম্পিউটার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত ৩টায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর চতুর্থ তলায় অফিসের দুই কর্মকর্তা আটকা পড়েন। আগুনের ধোয়ায় রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. শাওন চৌধুরী জ্ঞান হারালে তাকে উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উইনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে ফারার সার্ভিসের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন বলেন, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ বিষয়ে কর কমিশনের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান বলেন, দ্বিতীয় তলায় গুরুত্বপূর্ণ ফাইল পত্র রয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তীতে যাছাই করে বলতে পারবেন।’